আজকের আর্টিকেলে থাকছে আমদের প্রথম মিড-রেঞ্জ Smartband এর detail বিশ্লেষণ
- MI Band 4:- চাইনীজ স্মার্টফোন নির্মাতা শাওমির তৈরি latest smartband হল MI Band 4. যার দাম তারা রেখেছে Rs.2,299. একঝলকে দেখে নেওয়া যাক এর features.



- Colour AMOLED full-touch display:- যা মিড-রেঞ্জ Smartband এর জগতে এক বিপ্লব এনে দিয়েছে। Smartphone এর মতন display quality এবং সাথে থাকছে full-touch screen এর feature|
- 50m Water Resistance:- এই features এর দ্বারা আপনি আপনার swimming এর activityর রেকর্ড রাখতে পারবেন, এবং 50m পর্যন্ত bandটি জলের তলায় নিয়ে যেতে পারবেন|
- 20 days battery life:- Powerful battery এর সাথে আপনার smartbandটি একবার Full-Chargeএ 20 দিন পর্যন্ত চলতে পারে।
- 24*7 Heart Monitoring:- Heart হল আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং Heartকে সুস্থ রাখার জন্য আমরা, কত কিছুই না করি| তাই Smartband নির্মাতারা সেই কথা চিন্তা করে 24*7 Heart Monitoring feature এর মধ্যে রেখেছেন, এর দ্বারা আপনি সবসময় আপনার Heart কিভাবে রয়েছে তা দেখতে পাবেন|
- Music & Volume Control:- ভিড় বাসে বা ট্রেনে যাতায়াত করার সময়, আমরা যখন Headphoneএ গান শুনি তখন, অনেকসময় ফোন বার করে গান change করতে পারি না, তাই অনিচ্ছাসত্তেও অপছন্দের গানটি শুনতে হয়, কিন্তু এই Smartband টির সাহায্যে আপনি, ফোন বার না করেও, গান Change করতে পারবেন, বা pause করতে পারবেন|
- Unlimited Watch Faces:- এই features দ্বারা আপনার Smartbandএর background এ Unlimited wallpaper set করতে পারবেন|
- Swim Tracking With Stroke Recognition:- আগেই বলেছি, যে এই smartbandটি জলের তলাতেও কাজ করতে সক্ষম, সেই সঙ্গে আপনার Swimming এর যাবতীয় তথ্য store করে রাখবে|
- Daily Activity Tracker:- এই featureটির দ্বারা আপনি আপনার সারাদিনের যাবতীয় physical activities track করবে|


