Redmi Note 8 সিরিজে নতুন স্মার্টফোন যোগ করল Xiaomi।ইতিমধ্যেই ভারত ও চিনের গ্রাহকদের জন্য লঞ্চ হয়েছে Redmi Note 8 আর Redmi Note 8 Pro।এবার বিশ্বের অন্যান্য প্রান্তের গ্রাহকদের জন্য এসে গেল Redmi Note 8T। তবে মডেলটি এখনি ভারতে পাওয়া যাচ্ছে না। বুধবার ইউরোপে এই ফোন লঞ্চ করেছে Xiaomi।
ডিসপ্লে :- Redmi Note 8T ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে|ডিসপ্লের উপরে থাকছে Water-drop Notch এবং Gorilla Glass 5 এর সুরক্ষা|
ক্যামেরা :- Quad-Camera যুক্ত এই ফোনে থাকছে 48 MP প্রাইমারি সেন্সর। সঙ্গে আছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রোক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।দুর্দান্ত সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল Front ক্যামেরা।
প্রসেসর :- এই স্মার্টফোনটিতে থাকছে Snapdragon 665 চিপসেট, যা বেশ পুরনো একটি Chipset
ব্যাটারি :- 4,000 mAh এর শক্তিশালী ব্যাটারির সাথে এই ফোনটিতে থাকবে 18W ফার্স্ট চার্জিং সাপোর্ট, এবং সাথে থাকছে USB Type-C support|
RAM এবং Storage :- 4GB RAM + 64GB variant টি পাওয়া যাবে প্রায় 15,600 টাকায়।এছাড়াও 3GB RAM + 32GBপাওয়া যাবেপ্রায় 14,000 টাকায়| 4GB RAM + 128GB পাওয়া যাবে প্রায় 19,600 টাকায়।|
**ফোনটি আপাতত পাওয়া যাচ্ছে শুধুমাত্র Europeএ, ভারতে কবে লঞ্চ হবে তা এখনও ঠিক করে জানা যায়নি| ফোনটির আর একটি বিশেষত্ত্ব হল NFC Payment system, যা শুধুমাত্র European Countries এ চলে|
ফোনটির সবথেকে দুর্বলদিক হল এর প্রসেসর, আপনার budget যদি থাকে Rs.10,000থেকে Rs.15,000 এরমধ্যে, এবংআপনি যদি Processor-based একটি ভাল ফোন নিতে চান তাহলে আপনি নিতেপারেন HONOR PLAY যাতে রয়েছে Kirin 970 Chipset, এবংআপনি নিতে পারেন Realme 5 Pro যাতে রয়েছে Snapdragon 710 Chipset।