ভারতে খুব তাড়াতাড়ি VIVO তাদের স্মার্টফোন Vivo V17 লঞ্চ করতে চলেছে, এবং এই সময়ে কোম্পানি তাদের Vivo V17 Pro স্মার্টফোনের বিক্রি বন্ধ করে দেবে। এই বছরের শেষে এই স্মার্টফোনটি, ভারতে launch হতে পারে। এই ফোনের দাম আনুমানিক Rs.25,000 এর কাছাকাছি হতে পারে। ফোনটির একটু details দেখে নেওয়া যাক|
ডিসপ্লেঃ- Vivo V17 ফোনের ফ্রন্ট ইমেজ এর ডিসপ্লে আর Tear-drop নচ দেখা গিয়েছে, এবং সেখানে এই ফোনের 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে আর HD+ রেজিলিউশানের বিষয়ে জানা গেছে| আর এই ফোনে আপনারা একটি ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার পাবেন।
ক্যামেরাঃ- Vivo V17 ফোনের ব্যাকে Diamond-shaped ক্যামেরা মডিউল দেখা যেতে পারে।পাব্লিকেশান জানিয়েছে যে Vivo V17 ফোনে 48MP র প্রাইমারি ক্যামেরা আছে এবং সঙ্গে 8MP র ক্যামেরা সঙ্গে দুটি 2MP র ক্যামেরা থাকতে পারে। দুর্দান্ত Selfie তোলার জন্য ফ্রন্টে 32MP র সেলফি ক্যামেরা থাকবে|
RAM এবং Storage:-স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন দুটি Variantএ, RAM Variant পাবেন 6GB বা 8GB, Storage Variant পাবেন 128GB অথবা 256GB।|
ব্যাটারিঃ- 4,500 mAH এর শক্তিশালি ব্যাটারির সাথে আপনি পেয়ে যাবেন 18W Fast Charging এর সুবিধা, যা আপনার ফোনকে খুব দ্রুতগতির সাথে চার্জ করবে|
** VIVO এখনো তাদের এই মডেলটির Processor এর সম্বন্ধে কিছুই জানায়নি, তাই এই ফোনটির খারাপ দিক এখনো তুলে ধরা সম্ভব নয়, তবে শীঘ্রই আমরা এই বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসব|
** এই সম্পূর্ণ article টি একটি Russian এবং একটি Chinese Website এর Leaked News এর ওপর আধারিত|