ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে Xiaomiএর Gaming Phone, কিন্তু পিছিয়ে নেই ASUS, ইতিমধ্যেই তারা লঞ্চ করেছে Asus ROG Phone 2 যার চোখ ধাঁধানো স্পেসিফিকেশন ইতিমধ্যেই বিশ্বব্যাপী টেক প্রেমীদের নজর কেড়েছে, আজকে আমাদের Articleএ থাকছে সেটা নিয়েই detailings।
ডিসপ্লেঃ– এই স্মার্টফোনটিতে থাকছে একটি 6.59 ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে।
ক্যামেরাঃ– ছবি তোলার জন্য Asus ROG Phone 2 এ থাকছে 48+13MP Rear ক্যামেরা।সঙ্গে থাকছে সেলফি তোলার জন্য 20MP Front Camera।
প্রসেসরঃ– এই ফোনে থাকছে Most advanced Snapdragon 855+ চিপসেট, সঙ্গে ফোন cooling এর জন্য থাকছে, ROG Cool II cooling system এবং আরো থাকছে Special Vents ফোনের দু-পাশে|
RAM & Storage:– 8+128 GB Variantএর দাম Rs. 37,999 এবং 12+512GB Variantএর দাম Rs. 59,999, সাথে থাকছে UFS 3.0 ফাস্ট স্টোরেজ।
ব্যাটারিঃ– 6,000mAH এর শক্তিশালি ব্যাটারি-backup পাওয়া যাবে এই ফোনটিতে, সাথে থাকছে 30W Fast Charging System|