Xiaomi, ASUSএর পর Gaming স্মার্টফোনের মার্কেটে এবার ZTE Nubia। আগেই তারা লঞ্চ করেছিল Nubia Red Magic, কিন্তু তাতেই তারা থেমে নেই, এখন তারা লঞ্চ করল Red Magic 3এর উত্তরসুরি Red Magic 3s| আজকের এই articleএ থাকবে সেই ফোনের details|
ডিসপ্লেঃ– এই ফোনে রয়েছে একটি 6.65 ইঞ্চি FHD+ ডিসপ্লে, সঙ্গে থাকছে 90Hz screen refresh rate|
ক্যামেরাঃ– যদিও Gaming স্মার্টফোনের ক্যামেরা আলোচ্য বিষয় নয়, তাও Nubiaএই departmentএও কিছু Unique করে দেখিয়েছে, তারা এই স্মার্টফোনটি তে রেখেছে মাত্র একটি Rear Camera, যাতে রয়েছে মাত্র একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সেলফি তোলার জন্য Red Magic 3S ফোনে একটি 16 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে।
প্রসেসরঃ- Nubia Red Magic 3S ফোনে রয়েছে Most advanced & latest Snapdragon 855+ চিপসেট|
RAM এবং স্টোরেজঃ- 8+128GB variantটির দাম পড়ছে Rs. 35,999, এবং 12GB+256 GB variantটির দাম পড়ছেRs.47,999,সঙ্গে থাকছে UFS 3.0 স্টোরেজ।
ব্যাটারিঃ- ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জ সাপোর্ট।
**এই ফোনটির একটি বিশেষত্ত রয়েছে, সেটি হল, একটি dedicated Cooling system, যেমন Computerএর SMPS থাকে, খানিকটা সেইরকমই, যেটি একটি Gaming Smartphoneএর খুবই উল্লেখযোগ্য দিক|