বাজারে এখন Flagship এবং Gaming Smartphoneএর ছড়াছড়ি, এবং তারই মধ্যে Proud To Be Young নীতি নিয়ে শুরু করা smartphone company Realme ভারতে নিয়ে এলো তাদের প্রথম Flagship Phone, যা আগামীকাল, 20th November লঞ্চ হচ্ছে দুপুর 12 টা 30 মিনিটে New Delhi তে এক ইভেন্টে ভারতে কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে Realme, এবং একই ইভেন্ট থেকে ভারতে লঞ্চ হবে Realme 5s।
ডিসপ্লেঃ– এই ফোনে একটি FHD+ AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ডিসপ্লেতে 90Hz Refresh rate আর DC deeming feature থাকছে। Pop-up সেলফি ক্যামেরার পরিবর্তে এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে।
ক্যামেরাঃ– Realme X2 Pro ফোনের পিছনে থাকছে Quad Camera(64+13+8+2)MP, যাতে ব্যাবহার করা হয়েছে SAMSUNG GW1 sensor ।
প্রসেসরঃ– ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট|
ব্যাটারিঃ– ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি,এবং সঙ্গে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট|
RAM এবং Storage:– 6GB RAM + 64GB Variantটির দাম 27,200 টাকা, 8GB RAM + 128GB Variantটির দাম 29,200 টাকা, 12GB RAM + 256GB Variantটির Rs. 33,200| প্রত্যেকটি Varianএ ব্যাবহার করা হয়েছে LPDDR4X RAM, এবং সাথে রয়েছে UFS 3.0 স্টোরেজ।