HONOR, Xiaomi, Realme কে টেক্কা দিতে এবার Mid-Segment Smartphone আনল Samsung|বহু আলোচিত M-Series এর 2nd segment launch করল তারা, কিন্তু সত্যিই কি বাজিমাত করল Samsung? টেক্কা দিতে পারল প্রতিদ্বন্দিদের? দেখে নেব এই article টায়|
ডিসপ্লেঃ– এই স্মার্টফোনটিতে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনের screen-to-body ratio 90% এর থেকেও বেশি।
ক্যামেরাঃ– Samsung Galaxy M20 ফোনে থাকছে dual rear camera set-up । এই ফোনটিতে থাকছে 13+5MP Rear Camera এবং দুর্দান্ত selfie নেওয়ার জন্য থাকছে 8MP front camera|
প্রসেসরঃ– ফোনে থাকছে Octa-Core Samsung Exynos 7904 চিপসেট,যা low-level multitasking handling করার জন্য যথেষ্ট| Exynos 7904 চিপসেটের AnTuTu বেঞ্চমার্ক স্কোর হল 107,540 । Geekbench single-core এ Galaxy M20 1,315 আর মাল্টি-কোরে 4,094 স্কোর করেছে। Face Unlock একটু স্লো কাজ করলেও যথেষ্ট দ্রুত গতিতে কাজ করে Galaxy M20 ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এই স্মার্টফোনটির Heating issue ধরা পড়েছে Game খেলার সময়|
ব্যাটারিঃ– Galaxy M20 ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C কানেক্টিভিটি আর 15W ফাস্ট চার্জিং।
RAM এবং storage:- ফোনটির 3+32GB Variantটির দাম হল Rs. 9,999 এবং 4+64GB Variantটির দাম হল Rs.11.999|
** ক্যামেরা configuration এবং quality আরো ভাল হতে পারত বলে আশা করা যায় |
** দামের তুলনায় low end processor দেওয়া হয়েছে|
** এই ফোনের budgetএ আপনি HONOR Play, Redmi Note7, Note 7s, HONOR 8X, Relame 5 এই ফোনগুলি দেখতে পারেন|