Xiaomi ভারতে লঞ্চ করার আগে, ভারতের ফোনের মার্কেটের একছত্র আধিপত্য ছিল SAMSUNGএর| এবং এখনো ভারতে বহু মানুষ আছেন যারা SAMSUNG ছাড়া অন্য কোন ফোন ব্যাবহার করেন না|সেইসব মানুষদের জন্য এইবার SAMSUNG নিয়ে আসলো তাদের বহু প্রতিক্ষিত ও আলোচিত M-Series| কিন্তু এই M-Series, কি সত্যি সফল, নাকি আবার সবাইকে হতাশ করল SAMSUNG? আজকে থাকবে SAMSUNG M-Series এর প্রথম ফোন SAMSUNG M-10 নিয়ে detail আলোচনা|
ডিসপ্লেঃ- Samsung Galaxy M10 ফোনে থাকবে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে।
ক্যামেরাঃ- এই স্মার্টফোনটিতে আপনি পাবেন 13+5MP Rear Camera, এবং 5MP Front Camera, সঙ্গে আছে ল্যান্ডস্কেপ ছবির জন্য আদর্শ Wide angle lens। Galaxy M10 Low light photographyর জন্য খুবই ভাল| এছাড়াও রয়েছে Macro Camera, যা দিয়ে detailএ ছবি তোলা যায়। তবে Long-range photographyর জন্য এই ফোনটি মোটেও ভাল নয়|
প্রসেসরঃ- ফোনের ভিতরে থাকবে 14nmOctacore Exynos 7870 চিপসেট।Samsung Galaxy M10 ফোনে ব্যবহার হয়েছে তুলনামূলক পুরনো প্রসেসর। তাই এই ফোনে পারফরম্যান্সের খামতি খুব সহজেই চোখে পড়বে,এবং যথেষ্ট স্লো Galaxy M10 ফোনের ফেস আনলক, তাছাড়াও মাল্টিটাস্কিং এর সময় আরও স্লো হয়ে পড়ে এই ফোন। ফোনটির AnTuTu বেঞ্চমার্ক টেষ্টে score হল 64,371। Geekbench এ Single-Core এ মাত্র 728 এবং Multicoreএ 3,674স্কোর করেছে এই ফোন, যা এই সময়ে লঞ্চ হওয়া ফোনগুলির মধ্যে যথেষ্ট কম|
ব্যাটারিঃ- 3,400mAH এর মধ্য-ক্ষমতাশালী ব্যাটারি আপনি পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে|
RAM এবং Storage:- ফোনটির 3+32GB Variantটির দাম Rs. 7,499|
মতামতঃ- ** ফোনটিতে FHD+ এর বদলে পাওয়া যাচ্ছে শুধুই HD+ Screen|
** দামের তুলনায় processor quality অনেকটাই নিম্নমানের, এই ফোনটিতে যে প্রসেসর ব্যাবহার করা হয়েছে তা ব্যাবহার করা হত 2017-18 সালে|
**Battery-backup quality আরো ভাল হতে পারত বলে মনে করা হয়।
** আপনি যদি এই budgetএ একটি Value for money Smartphone নিতে চান, তাহলে Redmi 8 বা Redmi 8A নিয়ে ভেবে দেখতে পারেন|