চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে OPPO K5, এবং ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে ভারতে এই ফোন লঞ্চ করবে 26th December, 2019এ| Redmi, ASUS,SAMSUNG,HUWAEIএর মত brandদের সাথে লড়াই করার নতুন হাতিয়ার মনে করা হচ্ছে OPPO K5কে, কিন্তু সত্যিই কি OPPO K5 প্রত্যাশা পুরন করতে পারবে, জেনে নিন বাজারে কি নতুন আনল OPPO এই ফোনের মাধ্যমে|
ডিসপ্লেঃ- এই স্মার্টফোনে আপনারা পাবেন একটি 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে|
ক্যামেরাঃ- Quad Rear Camera Setup আপনারা পেয়ে যাবেন এই ফোনের পেছনে(64+8+2+2)MP, যার প্রাইমারি লেন্স থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর, সঙ্গে আপনারা পেয়ে যাবেন অসাধারন কিছু সেলফি তোলার জন্য 32 মেগাপিক্সেল front ক্যামেরা।
প্রসেসরঃ- এই ফোনে আপনারা পেয়ে যাবেন Snapdragon 730G চিপসেট, যা multitaskingএর সময়েও আপনার ফোনকে hang হতে দেবেনা|
ব্যাটারিঃ- এই একমাত্র যায়গা যেখানে OPPO আমাদের হতাশ করেছে, তারা দিচ্ছে মাতর 3,920 mAh ব্যাটারি, সঙ্গে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট|
RAM এবং Storage:- 6GB RAM + 128GB Variantটির দাম পড়ছে 18,900 টাকা, 8GB RAM + 128GB Variantটির দাম পড়ছে 20,900 টাকা, এবং 8GB RAM + 256GB Variantটির দাম পড়ছে 24,900 টাকা |
**ফোনটির battery department খুবই হতাশ করেছে আমাদের, এবং এই একটি pointএ এই ফোনটি পিছিয়ে পড়বে তার প্রতিদ্বন্দিদের থেকে|