সম্প্রতি একের পর এক রিপোর্টে Motorola One Hyper ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছিল, এবং অবশেষে এই ফোন লঞ্চ করল Motorola। এই ফোনে আপনারা পাচ্ছেন 40W Super-Fast Charging, সাথে আপনারা পেতে চলেছেন Android 10.0এর সাপোর্ট, ফোনটির আনুমানিক ওজন 200 gm|এবার একটু জেনে নেওয়া যাক, কি আছে এই স্মার্টফোনটিতে?
ডিসপ্লেঃ- এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে, যদিও Pop-Up Camera থাকার জন্য এই ফোনে ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।
ক্যামেরাঃ- ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায়64+8 MP) থাকছে 64MP primary sensor, এবং সাথে থাকছে 8 মেগাপিক্সেল depth sensor। সামনের পপ-আপ সেলফি ক্যামেরায় থাকবে 32 মেগাপিক্সেল সেন্সর, যার দ্বারা আপনি খুব সুন্দর সেলফি নিতে পারবেন, এবং পপ-আপ থাকার দরুন আপনার ফোনটিকে দেখতে একদম অন্যরকম লাগবে|
প্রসেসরঃ- এই ফোনে ব্যাবহার করা হয়েছে Qualcomm Snapdragon 675 চিপসেট, যার সাহায্যে আপনি খুব সুন্দরভাবে যেকোন multitasking work খুব সহজেই করতে পারবেন।
ব্যাটারিঃ- এই ফোনে ব্যাবহার করা হয়েছে শক্তিশালি ক্ষমতাসম্পন্ন 4,000 mAh ব্যাটারি, এবং সাথে রয়েছে 45W Super-Fast Charging সাপোর্ট, যার সাহায্যে মাত্র 30 মিনিটের মধ্যেই আপনার ফোনটি ফুল-চার্জ হয়ে যেতে সক্ষম|
Motorola One Hyper এর base variant(4+64GB)টির রাখা হয়েছে প্রায় Rs. 29,900 টাকা। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এই ফোন বিক্রি হচ্ছে। Fresh Orchid, Deepsea Blue এবং Dark amber এই তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
**মতামতঃ- এই ফোনটির সমস্ত ফিচারস এবং ক্যামেরা কোয়ালিটি দেখার পরে, একটি নির্ণয় দেওয়া যেতে পারে যে ফোনটির প্রসেসর কোয়ালিটির একদমই দামের সাথে সামঞ্জস্য নেই, এছাড়া ফোনটিতে যথেষ্ট সুন্দর configuration আপনারা পেতে চলেছেন|