আজকালকার দিনের স্মার্টফোন মার্কেটে কয়েকটা price segment একদম trendingএ চলছে, আর তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ segmentটি হল Rs. 10,000 টাকার মধ্যে কোন কোম্পানি কত ভাল ফোন দিতে পারছে, এবং সেই 10,000 টাকার price segmentএ বাকিদের সাথে লড়াই করার জন্য SAMSUNGএর বাজি Galaxy A-10s| আমাদের পুরো লেখাটা পড়লেই আপনি জানতে পারবেন এই ফোনের বিষয়ে সমস্তকিছু এবং জেনে নিতে পারবেন এই ফোনটি আদৌ আপনার জন্য উপযুক্ত কিনা|
ডিসপ্লেঃ- SAMSUNG Galaxy A10s ফোনে Infinity V-display এবং 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে ব্যবহার করেছে দক্ষিন কোরিয়ার কোম্পানিটি, এছাড়া এই ফোনে User Interface হিসাবে SAMSUNGএর নিজেস্ব OneUI থাকছে|
ক্যামেরাঃ- Samsung Galaxy A20s ফোনের পিছনে ব্যাবহার করা হয়েছে দুটি ক্যামেরা(13+2 MP)। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল primary sensor থাকবে। সাথে থাকবে 2 মেগাপিক্সেল depth sensor। সেলফি তোলার জন্য Galaxy A10s ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।প্রসঙ্গত, জানিয়ে রাখি এই ফোনে Face Recognitionএর সুবিধা আপনি পেতে চলেছেন, এই features ফোনে activate করলে একমাত্র আপনার মুখ দেখলেই আপনার ফোনটি Unlock হবে|
প্রসেসরঃ- এই ফোনে ব্যাবহার করা হয়েছে Mediatek MT6762 চিপসেট, যা দৈনিক ব্যাবহারের পক্ষে মোটামোটি চলনসই একটি চিপসেট|
ব্যাটারিঃ- Samsung Galaxy A20s ফোনে ব্যাবহার করা হয়েছে একটি 4,000 mAh ব্যাটারি, যা আপনাকে দৈনিক ব্যাবহারে 10ঘণ্টা থেকে 11ঘণ্টা পর্যন্ত ব্যাটারি-ব্যাকআপ দিতে সক্ষম, কিন্তু এই মডেলটিতে আপনি কোন রকমের Fast-charging পাচ্ছেন না|
Premium Glossy designএর এই ফোনটি বাজারে আপাতত Black, Blue এবং Green Colour variantএ পাওয়া যাচ্ছে, যার base variant(2GB RAM + 32GB)এর দাম মাত্র 8,499 টাকা, এবং (3GB RAM + 32GB) Variantটি কিনতে আপনার খরচ হবে মাত্র Rs.9,499 টাকা|
** এই ফোনটি একদম typical 10,000 টাকার মধ্যে যা যা দরকার, সব features দিয়েই তৈরি, তবুও বলা যেতে পারে প্রসেসর কোয়ালিটি আরো অনেকটাই ভালো করা যেতে পারত|তাও, বাকি specificationsএর ওপর ভিত্তি করে বলা যেতেই পারে যে এটি হল one of the best phones under 10,000