রেসি খােলা।
কালিম্পং থেকে পেডং হয়ে সিকিমের রেনকের পথে ১৩ কিমি দূরে পশ্চিমবঙ্গ, সিকিম সীমান্তে ১৭৩০ ফুট উচ্চতায় অবস্থিত রেসিখােলা। কুলকুল ধারায় বয়ে চলেছে রেসি নদী।



নদীর এক ধারে বাংলা বিপরীতে সিকিম। দুধারেই রয়েছে বেশকিছু হােমস্টে। সাঁকোতে নদী পারাপারের ব্যবস্থা রয়েছে। মাঝে নদী দুপারে ঘন বন-পাহাড়ের জঙ্গল। আবার জঙ্গল ঘেষে নদীর পাড়ে বেশকিছু সুদৃশ্য ট্যুরিস্ট কটেজ। অপরূপা নৈসর্গিক শােভাই মূল আকর্ষণ রেসিখােলার। কালিম্পং থেকে আলগাড়া, পেডং হয়ে সিকিমের রেনক পেরিয়ে সিল্করুটগামী পথে হঠাৎই নেমে আসতে হবে রিভার বেডে, সেখান থেকে বাঁশের সাঁকো পেরিয়ে ঘন জঙ্গল পথে রেসি নদীকে সঙ্গী করে এগিয়ে যেতে হবে। নির্জনে, নিভৃতে পাহাড় ঘেরা নদীপাড়ের নৈসর্গিক শােভা হয়ত আপনাকে হঠাৎই মনে করিয়ে দেবে আপনার পহেলগাও ভ্রমণের কথা। সামান্য আপশোষ হতে পারে এত কাছে। অথচ দেখা হয়ে ওঠেনি এখনও!



কোথায় থাকবেন?
রেসি রিভার ফার্ম হাউস, রেসিখােলা, পেডং, এম কে গুরুং, মােঃ ৯১৮৯৬৭৯৩৫৭২৭। ৭৮৬৫০৪৯২৫৫ প্রতিদিন প্রতিজন থাকা খাওয়া মােটামুটি ৮০০ -১০০০ টাকা।
লেখক – প্রবীর বসু