এটা বেশ অদ্ভুত ব্যাপার যে, যখন তুমি পাহাড়ে উঠছ, তার মানে তুমি সূর্যের
দিকে এগিয়ে যাচ্ছ, সেইমতাে গরমও বাড়ার কথা, তা না হয়ে শীত কেন লাগে ?
ভূমিতলের কাছের বাতাস সবচেয়ে বেশি গরম হয়। কারণ, সূর্যের তাপ
ভূমিতলকে গরম করে আর ভূমি সেই তাপ ছেড়ে দিয়ে বাতাসকে গরম করে।
সূর্য সরাসরি বায়ুমণ্ডলকে গরম করে না। পৃথিবীর বায়ুমণ্ডলের অনেকগুলি স্তর
আছে।
প্রধান স্তরগুলি হল ট্রপােস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসােস্ফিয়ার এবং
আয়নােস্ফিয়ার। ট্রপােস্ফিয়ার হল সবচেয়ে নিচের স্তর যেখানে আমরা বাস করি।
ভূমিতল থেকে ১১০০০ মিটার উপর পর্যন্ত এর বিস্তৃতি। এই স্তরের যত উপরে
তুমি উঠতে থাকবে, তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। প্রতি ৩০০ মিটারে
তাপমাত্রা মােটামুটি ২°C কমে যায়। দার্জিলিং-এ (২১০০ মিটার) বেড়াতে গেলে
তাপমাত্রা কমবে ১৪°C। অর্থাৎ কলকাতায় যখন ৪০°Cএর অসহ্য গরম,
দার্জিলিং-এ তুমি পাবে ২৬°C-এর মনােরম উষ্ণতা।
বিজয় সরকার