আমাদের শরীরের যেকোন জায়গায় আঘাত লাগলে সেই জায়গা সাথে সাথে ফুলে যায় এবং লাল হয়।এর কারণ কোন জায়গায় আঘাত লাগলে সেই জায়গায় উপস্থিত শিরা উপশিরা রক্ত জালক গুলি ছিড়ে যায়।তার ফলে রক্তনালী থেকে রক্ত বেরিয়ে আসে।রক্ত নালী থেকে বাইরে আসলে হিস্টামিন নামে সাদা কেলাসিত পদার্থ আরও অন্য কয়েকটি উপাদান ওই আঘাত লাগা জায়গাটির আশপাশ থেকে রক্ত রসের প্রবাহ ওই জায়গায় বাড়িয়ে তোলে ।তাই জায়গাটি সাময়িক ভাবে ফুলে ওঠে।
শরীরে আঘাত লাগলে সেই জায়গা ফোলে কেন?
