দেওয়ালে টাঙানাে বা বইয়ের পাতায় ছাপা সমস্ত মানচিত্রের উপর অংশ হল
উত্তর দিক। ভারতের মানচিত্রে কাশ্মীর রাজ্যকে সব সময় উপর দিকেই দেখি।
এই রীতির পেছনে কিন্তু কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। মানচিত্র আঁকার আদিকাল
থেকেই এই রীতি চলে আসছে।
ইজিপ্টের (মিশর) বিজ্ঞানী টলেমি প্রথম মানচিত্র তৈরি করেন। তিনি বিশ্বাস
করতেন যে ইজিপ্ট অবস্থিত পৃথিবীর ঠিক মাঝখানে। সেই সময় ইজিপ্টের সঙ্গে
ভূমধ্যসাগরীয় অঞ্চল ও গ্রীসের খুব ভাল সম্পর্ক ছিল, যার অবস্থান ছিল ইজিপ্টের
উত্তরদিকে। তাই টলেমি তার মানচিত্রে গ্রীসও ও ভূমধ্য সাগরকে উপর দিকে
আঁকেন। অর্থাৎ তার মানচিত্রে উত্তর দিক হল উপরের অংশ। আজও আমরা এই
রীতিই মেনে মানচিত্র তৈরি করছি। ক্রসেডের সময় (দ্বাদশ শতক) কিছু
সেনাঅফিসার পূর্বদিককে মানচিত্রর উপরে আঁকা শুরু করেন, কিন্তু এই রীতি
বেশিদিন টেকেনি এবং কখনই জনপ্রিয় হয়নি। তাই আজও সমস্ত মানচিত্রে উত্তর
দিকের স্থান উপরে।
বিজয় সরকার