থ্রি-পিন প্লাগের তিনটি গর্তের কেন্দ্র যােগ করলে সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া যায় কেন— সমবাহু ত্রিভুজ হয় না কেন?
এটা করা হয়, ঠিক ঠিক পিন ঠিক ঠিক গর্তে ঢােকানাের ব্যাপারটা নিশ্চিত
করার জন্য। যদি ত্রিভুজটি সমবাহু হত এবং তিনটি পিনই সমান মাপের হত,
তাহলে প্লাগটি ঘুরিয়ে তিন রকমভাবে সকেটে বসান যেত। ফলে লাইভ, নিউট্রাল ও আর্থ ওয়ারের
কানেকশনগুলি ওলট-পালট হয়ে যেত। কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্য শুধুমাত্র একভাবেই প্লাগ সকেটে ঢুকবে।
তিনপেয়ে টেবিল ও চারপেয়ে টেবিল কোনটি বেশি কাজের উপযােগী?
অবশ্যই তিনপেয়ে টেবিল। টেবিল থাকে ঘরের মেঝের উপর।
চারপেয়ে টেবিলের কোনাে একটি পা সামান্য ছােট বা বড় হলে অথবা মেঝের তলে কোনাে বিচ্যুতি থাকলে টেবিলটি নড়বড়ে হবে। কিন্তু তিনপেয়ে টেবিলের ক্ষেত্রে সে সুযােগ নেই। তিনপেয়ে টেবিলের পা
অথবা মেঝের বিচ্যুতির জন্য টেবিলের উপরিতলে সামান্য ঢাল থাকবে কিন্তু নড়বড়ে হবে না।
কর্পূর কী?
কর্পূর সাদা দানাদার পদার্থ। এর মৃদু সুগন্ধ রয়েছে। জলে ফেললে কপূর গুলে যায়। বাতাসে রাখলে ধীরে ধীরে উবে যেতে থাকে। কপূর একটি চিরসবুজ গাছ। এই গাছে ছােট ছােট ফিকে সবুজ ফুল হয়,
কিন্তু ফুলের কোনাে পাপড়ি থাকে না। ফল ছােট ছােট কুলের মতাে দেখতে। কপূর গাছ তিরিশ মিটার পর্যন্ত লম্বা হয়। কপূর গাছ কেটে ছােট ছােট টুকরাে করে বাষ্পের সাহায্যে অবিশুদ্ধ কপূর নিষ্কাষন করা হয়। পরে এর সঙ্গে চুন, কাঠ কয়লা, আর নুন মিশিয়ে বিশুদ্ধ করা হয়। তার থেকে পাওয়া যায় সাদা চকচকে দানা। আজকাল তারপিন ও ইউক্যালিপটাস তেল থেকেও রাসায়নিক প্রক্রিয়ায় সিনথেটিক কপূর তৈরি হচ্ছে।
বিজয় সরকার