মানুষের চোখ এমন এক অসাধারণ সংবেদনশীল কোষগুচ্ছ দিয়ে
তৈরি, তা যেমন তীব্র আলােতে দেখতে পারে, তেমনি আবার প্রায়
অন্ধকারে দেখতে পারে। আলাে অনুভব করার জন্য চোখের পর্দা
বা রেটিনায় আছে দু’ধরনের কোষ রড ও কোন কোষ। চড়া
আলােয় দেখা বা রঙের অস্তিত্ব ধরতে পারে কোন কোষ। আর রড
কোষ কম আলােয় সাদাকালাে দৃশ্য দেখতে পারে। আমরা যখন
কোনাে অন্ধকার ঘরে ঢুকি, প্রথমে চোখে কিছু দেখা যায় না, কারণ
যথেষ্ট আলাে না থাকলে কোন কোষ কার্যকর হয় না। আর রড
কোষগুলির সক্রিয় হয়ে উঠতে কিছুটা সময় লাগে। আলাে-আঁধারের
ততক্ষণ আমাদের ধাঁধা লেগে থাকে, অভ্যস্ত হতে চোখের কিছুটা
সময় লাগে।

বিজয় সরকার