ছােট পােকা জোনাকি। শহরের আলােয় এদের সেভাবে চোখে
পড়লেও গ্রামে রাতের বেলা জোনাকির আলাে আমাদের মুগ্ধ করে।
জোনাকি এই আলাে পায় কোথা থেকে? জোনাকির শরীরের একটি
রাসায়নিক বিক্রিয়ায় এই আলাে জ্বলে। বিজ্ঞানের ভাষায় এই ধরনের
আলাে সৃষ্টিকে বলে বায়ােলুমিনেসন্স (Bioluminescence)। জোনাকির
উদরের নিচে থাকে লুসিফেরিন (Luciferin) নামে একটি রাসায়নিক
পদার্থ। এই লুসিফেরিন বাতাসের অক্সিজেনের সাহায্যে যুক্ত হয়ে
অক্সিজাইজড় লুসিফেরিন তৈরি করে, যা থেকে আলাে বেরিয়ে আসে।
এবং এই বিক্রিয়া লুসিফেরাজ নামে একটি উৎসেচকের সাহায্যে ঘটে
থাকে। জোনাকির আলাে ঠান্ডা আলাে। কোন তাপ নেই। এর কারণ
হল জোনাকি তার শক্তির পুরােটাই আলােতে পরিণত করে, তাপ।
উৎপাদনের জন্য সে কোন শক্তি খরচ করে না। আমাদের দেশে
শুধুমাত্র সবুজ আলাের জোনাকি পােকার দেখা মেলে, অনেক দেশে
লাল আলাে বিচ্ছুরণকারী জোনাকি পােকাও দেখা যায়।
বিজয় সরকার