এই কাগজ পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য। সবথেকে ভালো ব্যাপার হল এই কাগজ তৈরির জন্য উদ্ভিদ ধ্বংস করতে হবে না। আফ্রিকায় মহিলারা হাতির গোবর কুড়িয়ে এই কাগজ তৈরি করছেন। এক একটি হাতি থেকে প্রতিদিন প্রায় ৫০ কেজি গোবর পাওয়া যায়, আর তা থেকে ১১৫ পাতা কাগজ তৈরি সম্ভব। হাতির গোবরে অতিরিক্ত তন্তুর উপস্থিতির জন্যই কাগজ তৈরি সম্ভব হয়।
মৌমিতা হীরা
One thought on “হাতির গোবরের কাগজ”