বর্তমানে দুটি পন্থার খুব প্রচলন আছে; বামপন্থা আর ডানপন্থা | যদিও দুটি পন্থা পৃথিবীর সব অঞ্চলে ফিট হয় না – যেমন ভারতীয় উপমহাদেশ | ভারতীয় উপমহাদেশে বামপন্থা বা ডানপন্থা বলে কিছু হয় না | যারা নিজেদের বামপন্থী বলে মনে করেন তাদের ভিতর ডানপন্থার কিছু গুণাগুণ দেখা যায়, আবার ডানপন্থীদের ভিতরও বামপন্থা পরিলক্ষিত হয় | তবে একটা পার্থক্য খুব স্পষ্ট, যারা নিজেদের বামপন্থী বলেন তাদের নিজেদেরকে বামপন্থী দেখানোর একটা প্রচেষ্টা সবসময় থাকে – ডানপন্থীদের সেই দায় নেই।
পরিবেশ প্রকৃতিকে রক্ষার বিষয়ে কোন পন্থারই কোন ভিত্তি নেই | তবে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস বা সংস্কৃতিতে প্রকৃতিকে রক্ষার একটা প্রচেষ্টা আছে | বামপন্থীরা ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকে ডানপন্থার স্তম্ভ বলে মনে করেন, যদিও বামপন্থাও আসলে একটা ধর্মবিশ্বাস – তাদের আরাধ্য দেবতা কার্ল মার্কস, লেনিন সহ আরো অনেকে , আর তাদের ধর্মগ্রন্থ উল্লেখিত ব্যক্তিবর্গের লিখিত বা ব্যক্তিবর্গকে আধার করে লিখিত গ্রন্থসমূহ |
ডানপন্থী হোক বা বামপন্থী – যুগ যুগ ধরে পৃথিবীর নিম্নবর্গকে পুঁজি করে তাদের কর্মপন্থা চালিয়ে যাচ্ছে | সহজ কথায় যার মধ্যে – আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষ, নারী, প্রাকৃতিক সম্পদ- গাছ পালা নদী নালা সব কিছু পড়ে | ডানপন্থীরা যেমন সব কিছুকে নিজেদের পুঁজিতে রূপান্তরিত করেছে তেমনি বামপন্থীরা নিম্নবর্গকে পুঁজি করে তাদের কার্যক্রমের অস্তিত্ব রক্ষা করেছে | একটা উদাহরণ দিই | বামপন্থীরা শ্রেণি সংগ্রামে বিশ্বাস করে , তাদের অস্তিত্ব রক্ষা করতে নিজেদের কার্যক্রম চালিয়ে যায় – শ্রেণিহীন সমাজের স্বপ্ন দেখায় | কিন্তু তারা কখনো চায় না নিম্ন শ্রেণির মানুষ উচ্চ আসনে বসুক | দেখুন দুটি উপায়ে শ্রেণিহীন মানে সব সমান করা যায় | এক – সকলকে নিচে নামিয়ে সমান করা | দুই – সকলকে উপরে তুলে সমান করা | বামপন্থীরা প্রথমটি অনুসরণ করে | বুঝতেই পারছেন যা একটা ধ্বংসাত্মক ও প্রগতির বিপরীত ধর্মী চিন্তাভাবনা |
পরিবর্তিত পরিস্থিতিতে পৃথিবীতে ডানপন্থা যেমন অচল তেমনি বামপন্থা | দুটির মধ্যে একটি পন্থাও পৃথিবীর সমস্যা মেটাতে পারবে না – যেখানে প্রধান সমস্যা বিশ্ব উষ্ণায়ন | এই রকম মুহূর্তে নতুন পন্থার উদ্ভাবন দরকার – নতুন পন্থাটি হল – পরিবেশ পন্থা | পরিবেশ পন্থা কেমন হবে , কী ভাবে তা পৃথিবীর সকলের অধিকার রক্ষা করবে সেই বিষয়ে পর পর আলোচনা করব, এটা তারই সূচনা |
আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ , মতামত দিতে লেখকের ফেসবুক পেজ দেখুন ।
ফেসবুক পেজ
Article No – 1
One thought on “পরিবেশ পন্থী”