এ ও এক www !! তবে world wide web নয় wood wide web ! গাছেদের মূলের এক অদ্ভুত নেটওয়ার্ক ! এর মাধ্যমে গাছ কীভাবে একে অপরের সাথে গোপনে কথা বলে এবং ভাগ করে নেয় তাদের খাবার দাবার?
গাছেরা মাইকোরাইজাল ছত্রাকের (mycorrhizial fungi ) একটি নেটওয়ার্কের মাধ্যমে এবং একে অপরের কাছ থেকে তথ্য এবং সম্পদ আদানপ্রদান করে ।
গ্রিক শব্দ mykós মানে ছত্রাক riza মানে মূল – লম্বা, পাতলা ফিলামেন্টের একটি মাদুর । বিজ্ঞানীরা মাইকোরাইজাল ছত্রাককে উড ওয়াইড ওয়েব নামে অভিহিত করেছেন।
wood wide web
‘প্রাপ্তবয়স্ক’ গাছগুলি ছোট গাছগুলিতে শর্করাজাতীয় খাবার ভাগ করতে পারে ।
সুস্থ গাছগুলি তাদের উদবৃত্ত খাবার অন্যের জন্য নেটওয়ার্কে ফেরত পাঠাতে পারে ,ফলে দুর্বল গাছগুলো খাবার পেয়ে বাঁচার সুযোগ পায়।
তাছাড়া তারা পোকামাকড়ের আক্রমণ বা অন্য কোনো ক্ষতিকর জীবানুর আক্রমণের সময় এই নেটোয়ার্কের মাধ্যমে একে অপরের পাশে থাকতে পারে।
গবেষকগণ বলছেন এই মাইকোরাইজিয়াল ছত্রাক এবং যে গাছগুলির সাথে তারা সংযোগ স্থাপন করে তাদের মধ্যে সম্পর্ক বহু যুগের (প্রায় ৪৫০ মিলিয়ন বছর ) এবং বহুলাংশে সহভোক্তা (Symbiosis ) যা পারস্পরিকতাবাদের (Mutualism ) এর মধ্যে পড়ে।
একে অপরের সঙ্গে সহাবস্থানের মাধ্যমে একে অপরের সাহায্যে বেঁচে থাকে।
মাইকোরাইজার ক্ষেত্রে,উদ্ভিদ সালোকসংশ্লেষের সময় যে শর্করাজাতীয় খাদ্য তৈরি করে সেই খাদ্য মাইকোরাইজা ছত্রাক টেনে নেয় আবার ছত্রাকরা মাটি থেকে যে ফসফরাস এবং নাইট্রোজেনের মতো পুষ্টি গ্রহণ করে তাতে উদ্ভিদরা ভাগ বসায়।
এই উড ওয়াইড ওয়েবের অস্তিত্ব এবং এর ক্রিয়াকলাপগুলির বোধগম্যতা,আমাদের এক বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় – প্রজাতিগুলি কোথা থেকে শুরু হয় এবং কোথা থেকে শেষ হয় ?
কোনও বনকে অনেকগুলো প্রজাতির দল হিসেবে না ভেবে কি একটি মহাপ্রজাতি (Superorganism) কল্পনা করা যেতে পারে?
আর আমরা কি এইসব গাছপালা আর ছত্রাকের সম্পর্ক দেখে , এদের সম্পদ আদানপ্রদান । একে অপরের পাশে থাকা বা এদের বন্ধুত্বের সম্পর্ক ,এসব থেকে কোনো শিক্ষা কি নিতে পারি না!
5 (1) //এইডস সম্পর্কে সচেতনতা ও রোগীর প্রতি সহমর্মিতাই এইডসের কবল থেকে মুক্ত করতে পারে বিশ্ববাসীকে// ১ লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। করোনা আবহের মধ্যে আজ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস।এই রোগ সম্পর্কে বিশেষভাবে সচেতন করাই এই দিবস পালনের উদ্দেশ্য।এইডস (ইংরেজি: AIDS; পূর্ণরূপ: Acquired Immuno Deficiency Syndrome) […]